Home অমর একুশে প্রনাম – অমিত গোস্বামী

অমর একুশে প্রনাম – অমিত গোস্বামী

এই কবিতার প্রেক্ষিত আজকের ভাষাদিবস। অমর একুশের শহীদদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ। কবিতাটি অমর একুশে উপলক্ষে কবি সাকিল আহমেদের আমন্ত্রনে কবিতা সভায় পড়ব ঠিক করেছি। দয়া করে কমেন্টে শহীদদের প্রতি আপনার শ্রদ্ধা জানান। অন্য আলোচনা নয়। কবিতাটি ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদকে সমর্পন করলাম।

আমার প্রকাশ, আমার শব্দ কথা,
বাংলা জেনেছি, আমার কণ্ঠস্বর,
‘মা’ বলে ডেকেছি প্রথম শব্দবোলে,
শ্লেটে অ আ ক খ আদিতম অক্ষর।

ফেব্রুয়ারির একুশ ছিল সে দিন,
দানব দহনে রাজপথ উত্তাল,
আমার ভাষার জন্যে ওরাই লাশ,
আমরা ওদের, আমরাই ভাবীকাল।

ভাইয়ের রক্ত রাঙানো স্মৃতির গান,
আমাদের প্রাণ, আমাদের অর্বুদ,
গাফফারদা’র কলম নিঃসরণে
সুরে ভেজালেন আলতাফ মাহমুদ।

একাত্তরের মুক্তির সংগ্রামে
লড়েছিল ওরা, স্বাধীন করেছে দেশ,
আমার তোমার ভাষার অধিষ্ঠান
লেখায় কথায় কাব্যে নির্নিমেষ।

তিরিশ লক্ষ বাঙালির প্রাণদানে
বাংলায় কথা বলছি উচ্চস্বরে ,
শহীদ আজকে আমার প্রণতি নিও,
তোমার পতাকা স্বাধীন হাওয়ায় ওড়ে।