তুমি ভূমি ছেড়ে চলে যাও, সমুদ্রের পর
তবু পিতার সুরের পঙ্ক্তি
ফিরে আসে উজ্জ্বল বলাকা
আমাদের ছায়াবৃক্ষ তলে
প্রতিবার।
স্থায়ী পরবাসে তোমার
তোমার জলে ভরা চোখ, এই দেশে
একুশে একুশে, মেঘনীল হায়
উড়ে আসবে কি, জননীর অধিক
শোকের কন্যা তুমি,
একবার বলো?
যখন ছোট্ট ছিলে, তোমার শহীদ পিতার
জীবন্ত সুরশ্লোক ভেবে
কতদিন কোলে নিয়ে
দুলিয়েছি দোলনার দোল
মনে পড়বে কি বিদেশি শ্রাবণে
হে প্রিয়তম কন্যা আমাদের?
তোমার ভেতরে, আমাদের পিতার অংশ
মিলে মিলে,
যে পিতা পেয়েছ তুমি
সেকি আরেক ছায়া তাঁর?
তোমার ছোট্টবেলার দিনে
আমরাও তাঁর পাশে স্মৃতির ছায়ায়
উঠেছি বেড়ে, তোমার পিতার কাছে
আজন্ম ঋণী থেকে
শোকে ও শ্রদ্ধায়।
কন্যা শাওন,
সুখের অংশ নিয়ে চলে যাও তুমি
শোকের পয়ারগুলি
থাক জমা বুকে আমাদের ।
রচনাকাল ॥ ১৪ মার্চ, শেষরাত্রি, ১৯৯৭ সাল